আরাফাত সানির বিচার শুরু

স্টাফ রিপোর্টার: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম এ আদেশ দেন। এর মধ্যদিয়েই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। একইসঙ্গে বিচারক আগামী ২১ নভেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন। শুনানিকালে আরাফাত সানি ও মামলার বাদী নাসরিন সুলতানা আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্র জানায়, সাত বছর আগে পরিচয়ের সূত্র ধরে আরাফতা সানি ও নাসরিন সুলতানা নামের ওই তরুণীর ঘনিষ্ঠতা হয়। ২০১৪ সালের ৪ ডিসেম্বর অভিভাবকদের না জানিয়ে তারা বিয়ে করেন। বিয়ের তিন বছরেও সানি ওই তরুণীকে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে নেননি। ২০১৬ সালের ১২ জুন রাতে নাসরিন সুলতানা নামের ভুয়া ফেসবুক আইডি থেকে মেসেঞ্জারে সানি ও ওই তরুণীর অন্তরঙ্গ কিছু ছবি পাঠানো হয়। এ পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৫ জানুয়ারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে রাজধানীর মোহাম্মদপুর থানায় এ মামলাটি দায়ের করেন ওই তরুণী। তদন্ত শেষে ২২ মার্চ আরাফাত সানির বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। পরে তা বিচারের জন্য ট্রাইব্যুনালে আসে। প্রায় ২ মাস কারাভোগ শেষে ওই তরুণীর অনাপত্তিতেই জামিন পান আরাফাত সানি।