চুয়াডাঙ্গা ছয়ঘরিয়ার আনিচ ছিনতাইকৃত মোটরসাইকেলসহ আটক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর ছয়ঘরিয়া গ্রামের আনিচকে ছিনতাইকৃত মোটরসাইকেলসহ তিতুদহ ক্যাম্প পুলিশ গ্রেফতার করেছে। পুলিশি উপস্থিতি টের পেয়ে আনিচের সাথে একই গ্রামের সবুজ ও নাজমুল সটকে পড়েছে বলে পুলিম জানিয়েছে। এ ঘটনায় পুলিশ ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত মোটরসাইকেলটি সদর থনায় সোপর্দ করেছে।
চুয়াডাঙ্গা সদর তিতুদহ ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই লিটন গাজী ও এএসআই লিয়াকত হোসেন গোপন সংবাদের ভিত্তিত্বে গতকাল বুধবার বিশেষ অভিযান চালান শঙ্করচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের স্কুলপাড়ায়। এ সময় পুলিশ স্কুলের নিকট থেকে একটি ছিনতাইকৃত ডাইয়াং ৫০ সিসি লাল রঙের মোটরসাইকেলসহ আটক করেন ছয়ঘরিয়া গ্রামের আলতাব হোসেনের ছেলে এলাকার চিহ্নিত ছিনতাইকারী সিন্ডিকেটের সক্রিয় সদস্য আনিচ হোসেনকে (৩২)। পুলিশি উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় একই গ্রামের মাসুদের ছেলে সজিব ওরফে সবুজ (২৫) ও আকুবার ওরফে আকুর ছেলে নাজমুল হোসেন (২৪)। পুলিশ বলেছে, আনিচ, সবুজ ও নাজমুল এলাকার চিহ্নিত অপরাধী ও ছিনতাই সিন্ডিকেট করে সক্রিয় সদস্য। এলাকায় যে সমস্ত অপরাধমূলক ঘটনা ঘটে এরাই ঘটিয়ে থাকে। আটকৃত আনিচ ও পলাতকদের বিরুদ্ধে এসআই লিটন গাজী বাদী হয়ে গতকাল রাতেই ছিনতাই মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত মোটরসাইকেলটি চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে বলে জানান।