চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন আহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। আহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলা সদরের জাফরপুর মোল্লাপাড়ার হাজি মীর আবু বক্কর খুশালের ছেলে চুয়াডাঙ্গা পোস্টঅফিসের আরএমএস মেল অপারেটর মাসুদুর রহমান (৪৩) ও জেলা সদরের হাটকালুগঞ্জের মৃত ইদ্রিস আলীর ছেলে হাটকালুগঞ্জ মারকাজুল উলুম মাদরাসার পরিচালক চুয়াডাঙ্গা গুলশানপাড়ার বায়তুল নাজাত জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সামাদ (৪৫)। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গতকাল বুধবার বেলা ৩টার দিকে মাসুদুর রহমান মোটরসাইকেল চালিয়ে ডিঙ্গেদহ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের হায়দারপুর ব্রিজ পার হলে অপরদিক থেকে আসা একটি পাখিভ্যানের সাথে ধাক্কা লাগলে তিনি সড়কে আছড়ে পড়ে আহত হন। অপরদিকে গতকাল সন্ধ্যায় মাওলানা আব্দুস সামাদ মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের সার্কিট হাউজের সামনে পৌঁছুলে একটি গাড়িকে সাইড দিতে গেলে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লাগে। দুর্ঘটনায় আব্দুস সামাদের ডান পা ভেঙে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।