দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার নতুন হাউলী গ্রামে জমির আইল কেটে মাছধরাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের পিঠে বিচুটির পাতা ঘষে হাফিজুল (৪০) পড়েছে বিপাকে। তার পিঠে অসংখ্য ডুমুডুমু ফোঁকসা পড়ে গেছে। শেষমেষ তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দামুড়হুদার পুরাতন হাউলী গ্রামের আবুল কালাম মেম্বারে জমির আইল কেটে নতুন হাউলী গ্রামের হাফিজুলের ছেলে শিমুল (১৮) মাছ ধরছিলো। এ সময় কালাম মেম্বারের ভাইপো রনি ও শিমুলের মধ্যে কথাকাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে শুরু হয় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ। এরপরে কালাম মেম্বার ও তার ভাই ছালামকে মারপিট করে আহত করা হয়। এ ঘটনায় কালাম মেম্বার বাদী হয়ে থানায় অভিযোগ করেন। অভিযোগ দায়েরের পর প্রতিপক্ষকে ফাঁসাতে হাফিজুল গতকাল নিজের পিঠে বিচুটির পাতা ঘষে পিঠ ফৃুলিয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। হাফিজুল বলেছে তাকে মারধরের ফলেই পিঠে ফুঁসকা পড়েছে। দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ বলেছেন, তার পিঠে যে ফুঁসকা দেখা যাচ্ছে তা কোনো মারধরের আঘাতের চিহৃ নয়। প্রতিপক্ষকে ফাঁসাতে সে নিজেই ওই কাজ করতে পারে বলে ধারনা করা হচ্ছে।