চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে উত্তেজনাপূর্ণ ম্যাচে রাজশাহীর জয়লাভ: ম্যাচ সেরা রাজশাহীর দিপু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উত্তেজণাপূর্ণ ৫ম ম্যাচে রাজশাহী জেলাদল ১-০ গোলে ফরিদপুর জেলা দলকে পরাজিত করে জয়লাভ করেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা নুরনগর-জাফরপুর নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় ৬ বিদেশি খেলোয়াড় নিয়ে সাজানো ফরিদপুর জেলা দল ও তারুণ্য নির্ভর রাজশাহী জেলাদল। খেলার প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে উভয় দল গোল সন্ধানে মরিয়া হয়ে ওঠে। খেলার ৫৬ মিনিটে রাজশাহী জেলা দলের লেফট ইউংগার সাব্বিরের দ্রুততর ফøাইং বলে পা বাধিয়ে সতীর্থ দিপু প্রতিপক্ষের গোলরক্ষক সনিকে বোকা বানিয়ে বল জড়িয়ে দেন ফরিদপুরের জালে। ফলে ১-০ ব্যবধানে রাজশাহী জেলাদল এগিয়ে যায়। বাকি সময়টুকু দুই দলের পাল্টাপাল্টি আক্রমণে দারুণ উপভোগ্য হয়ে ওঠে ম্যাচ। গ্যালারিভরা দর্শক খেলা দেখে মুহুর মুহুর করতালি ও আনন্দ উচ্ছ্বাসে ভরিয়ে তোলে স্টেডিয়াম এলাকা। ফরিদপুর জেলা দল বেশ কয়েকটি সুযোগ পেয়েও সে সুযোগ কাজে লাগাতে পারেনি। খেলার শেষ দিকে রাজশাহী জেলাদল সংঘবদ্ধ আক্রমণ করে প্রতিপক্ষের গোলসীমায় ঢুকে আরো একটি গোল করার চেষ্টা করলেও ফরিদপুরের গোলরক্ষক সনি সে চেষ্টা ব্যর্থ করে দেন। ফলে রাজশাহী জেলাদল ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। গতকালের খেলায় ম্যাচসেরার পুরস্কার লাভ করেন রাজশাহী জেলা দলের একমাত্র জয়সূচক গোলদাতা দিপু। শ্রেষ্ঠ খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলেদেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান। ফরিদপুর জেলা দলের ম্যানেজারের হাতে অংশগ্রহণকারী দলের পুরস্কার তুলে দেন সাবেক ফুটবলার মাজহারুল ইসলাম জোয়ার্দ্দার মিঠু এবং বিজয়ী রাজশাহী দলের ম্যানেজারের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জিয়াউদ্দীন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা-আইসিটি মো. জসিম উদ্দিন, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মো. সাঈদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ হোসেন, এনডিসি সুচিত্র, নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার, ফকরুল ইসলাম প্রমুখ। আজ একই মাঠে বিকেল ৩টায় ৬ষ্ঠ ফুটবল ম্যাচে মুখোমুখি হবে কুষ্টিয়া ও সিরাজগঞ্জ জেলাদল।