চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে জয়পুরহাট জেলা দল জয়ী

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৪র্থ ম্যাচে জয়পুরহাট জেলাদল ২-১ গোলে নওগাঁ জেলা দলকে পরাজিত করেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা নুরনগর-জাফরপুর নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে উভয় দল গোল সন্ধানে মরিয়া হয়ে ওঠে। খেলার ৬৩ মিনিটে নওগাঁ জেলা দলের রানা গোল করে ১-০ ব্যবধানে নিজ দলকে এগিয়ে নেন। তবে ১ গোলে পিছিয়ে পড়ে জয়পুরহাট জেলা দলের খেলোয়াড়রাও মরিয়া হয়ে ওঠে সমতা ফেরাতে। সে কাজটি খেলার ৭৩ মিনিটে সম্পন্ন করে জয়পুরহাট জেলা দলের রাঙ্গা। খেলা ১-১ গোলে সমতা হলেও চলতে থাকে উভয় দলের পাল্টাপাল্টি আক্রমণ। তবে নওগাঁ জেলা দলের মুহুর মুহুর আক্রমণ রুখে দেন জয়পুরহাট জেলা দলের গোলরক্ষক রুবেল। রুবেলের সুপ্রশস্ত হাত নওগাঁ জেলা দলের জয়ের স্বপ্ন ভেস্তে দেয়। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষ হতে যখন ১০ মিনিট বাকি ঠিক তখনই নওগাঁর গোল এরিয়ায় ঢুকে আচমকা গোল করে বসেন জয়পুরহাট জেলা দলের রোকন। ব্যবধান দাঁড়ায় ২-১ গোলে। শেষ পর্যন্ত জয়পুরহাট জেলা দল ২-১ গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে। বিজয়ী দলের গোলরক্ষক গোল রক্ষায় অসাধারণ নৈপূণ্য প্রদর্শন করে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন। ম্যাচ শেষে শ্রেষ্ঠ খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলেদেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। নওগাঁ দলের ম্যানেজারের হাতে অংশগ্রহণকারী দলের পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ হোসেন এবং বিজয়ী জয়পুরহাট জেলা দলের ম্যানেজারের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা-আইসিটি জসিমউদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন গোয়েন্দা সংস্থার চুয়াডাঙ্গা জেলা শাখার উপপরিচালক জাফর ইকবাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার, ফকরুল ইসলাম প্রমুখ। আজ একই মাঠে বিকেল ৩টায় টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে ফরিদপুর ও রাজশাহী জেলাদল।