মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ কমিটির, অ্যাসিড নিয়ন্ত্রণ কমিটির ও মামলা মনিটরিং, মাদক পাচার ও মানবিক উন্নয়ন কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক খায়রুল হাসান, সিভিল সার্জন ডা. জিকেএম সামসুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক এসএম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উজ্জামান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আখতার, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার বিশ্বরঞ্জিত গোলদার, জেলা আনসার কমান্ডার রশিদ, জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক বশির আহমেদ, মুজিবনগর বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী প্রমুখ।