নবগঙ্গা নদীর শাহাপুর ও ধুতুরহাট ব্লকে মাছ চাষের উদ্বোধন

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউনিয়নের বুড়োপাড়া থেকে শাহাপুর পর্যন্ত ও শাহাপুর মোল্লাপাড়া থেকে ধুতুরহাট ব্রিজ পর্যন্ত শাহাপুর নবগঙ্গা মৎস্যজীবী ও ধুতুরহাট ঝিলখালী একতা মৎস্যজীবী সমিতির উদ্যোগে মাছ চাষের উদ্ধোধন ও মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে শাহাপুর মোল্লাপাড়ার নিকট ও ধুতুরহাট ব্রিজের নিকট থেকে মাছের পোনা অবমুক্ত করা হয়। উপস্থিত ছিলেন পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, ইউপি সদস্য আব্দুর রউফ, শাহাপুর নবগঙ্গা মৎস্যজীবী সমিতির সভাপতি জাহিদুল ইসলাম ও ধুতুরহাট ঝিলখালী মৎসজীবী সমিতির সভাপতি ইউপি সদস্য কামাল হোসেন, হাবিবুর রহমান, রাজিব হোসেন, বজলুর রহমান, শামিম হোসেন, ওবাইদুর রহমান, সেলিম হোসেন, খলিল মিয়া, শাহিন হোসেন, মশিউর রহমান, টিটু, মিঠুন, কাদের হোসেন, রইচ উদ্দিন মাস্টার, আক্তার হোসেন, লাড্ডু, আবু বাক্কা, শেফালি খাতুন প্রমুখ। এছাড়া অত্র সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মাছচাষের জন্য সকরারিভাবে বরাদ্ধ নিয়েছে শাহাপুর নবগঙ্গা মৎস্যজীবী সমিতি ও ধুতুরহাট ঝিলখালী একতা মৎস্যজীবী সমিতি।

Leave a comment