জিনে ধরেছে বলে গৃহবধূর নাটকীয় আচরণ ॥ অম্বলের চিকিৎসায় সুস্থ

স্টাফ রিপোর্টার: জিনে ধরার নাটক করে অবশেষে অম্বলের চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে রেবেকা খাতুন (২৮)। তিনি চুয়াডাঙ্গা জেলা সদরের হাড়কান্দি ডাক্তারপাড়ার বখতিয়ার হোসেনের স্ত্রী। গতপরশু শনিবার দুপুর থেকে জিনে ধরেছে বলে পরিবারের সদস্যরা প্রচার করে, আর রেবেকা করতে থাকে নাটকীয় আচরণ। গতকাল রোববার তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা রোগীর আচরণ দেখেই ভণ্ডামির আঁচ পান। গ্যাসের চিকিৎসা দিতেই তিনি সুস্থ হয়ে উঠতে শুরু করেন বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির। তিনি বলেছেন, এসিডিটির কারণেও অনেক সময় মাথা বিগড়ায়। ৩ সন্তানের জননী রেবেকার ক্ষেত্রে তেমন কিছু হয়েছিলো বলে ধরে নিয়েই সেই চিকিৎসা দেয়া হয়। তাতেই ফল মেলে।

 

Leave a comment