আলমডাঙ্গার বাঁশবাড়িয়ায় উত্ত্যক্ত করতে নিষেধ করায় দু পক্ষের মধ্যে মারামারি

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বাঁশবাড়িয়া গ্রামে পূজামণ্ডপে মেয়েদের উত্ত্যক্ত করতে নিষেধ করায় দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ওই মেয়ের ভাইসহ উভয়পক্ষের ৫ জন আহত হয়েছে। এ ঘটনার পর গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, আলমডাঙ্গার বাশঁবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার বজলুর রহমানের কন্যাসহ কয়েকটি মেয়ে শুক্রবার বিকেলে উত্তরপাড়ায় পূজা দেখতে যায়। পূজাম-পে মেয়েদের দেখে উত্তরপাড়ার আক্কাসের ছেলে রাজিব ও একই পাড়ার সুমন তাদের উত্ত্যক্ত করে। এ ঘটনা জানার পর বজলুর রহমানের ছেলে সুমন নিষেধ করলে তাকে মারপিট করে। এ সংবাদ জানার পর দক্ষিণপাড়া থেকে কয়েক যুবক সেখানে গেলে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় দক্ষিণপাড়ার নজরুল ইসলামের ছেলে ইমরান, একই পাড়ার সিরাজুল ইসলাম ও তার ছেলে হৃদয় রক্তাক্ত জখম হয় এবং উত্তরপাড়ার আব্দুল মালেকের ছেলে আলামিন আহত হয়। আহতদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদীতে ভর্তি করে। এদিকে এ ঘটনার পর গ্রামে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।