রোহিঙ্গাদের ধর্ম শিক্ষায় নজর হেফাজতের
স্টাফ রিপোর্টার: মিয়ানমারে প্রজন্ম পর প্রজন্ম শিক্ষার অধিকারবঞ্চিত রোহিঙ্গারা এখন যাতে ধর্মীয় শিক্ষা পায় সেদিকে মনোযোগী হয়েছে হেফাজতে ইসলাম। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি মাঠে রোহিঙ্গাদের নিয়ে এক সমাবেশে নেতাকর্মীদের এ বিষয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন হেফাজতের আমির শাহ আহমদ শফী। তিনি বলেন, এদের (রোহিঙ্গা) নাস্তিক বানানোর চেষ্টা হচ্ছে, খুবই সতর্ক থাকুন। তাদের গ্রামে গ্রামে যেন মসজিদ মাদরাসা হয়, সেভাবে চেষ্টা করবেন।
সঙ্গীতশিল্পী মিলাকে মারধর : স্বামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার: সঙ্গীতশিল্পী মিলাকে মারধর ও যৌতুকের অভিযোগে দায়ের করা মামলায় তার স্বামী পারভেজ সানজারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার মিলা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে পরশু রাতেই পুলিশ পারভেজ সানজিরকে গ্রেফতার করে আদালতে চালান করে দেয়। উত্তরার পশ্চিম থানার এসআই (তদন্ত) আব্দুর রাজ্জাক এ বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, মিলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে পারভেজ সানজিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারও করা হয়েছে। গতকাল শুক্রবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এসআই রাজ্জাক আরও জানান, কণ্ঠশিল্পী মিলা বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি ছিলেন। উল্লেখ্য, একটি বেসরকারি এয়ারলাইন্সের পাইলট পারভেজ সানজারির সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো মিলার। চলতি বছরের ১২ই মে রাতে মিলার বাড়িতে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
শিরোনামহীন ছাড়লেন তুহীন
স্টাফ রিপোর্টার: ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যান্ডদল শিরোনামহীন থেকে সরে দাঁড়ালেন লিড ভোকালিস্ট তানযীর তুহীন। গতকাল শুক্রবার সন্ধ্যায় তার ফেইসবুক স্ট্যাটাসে দল ছাড়ার ঘোষণা দেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমি তানযীর তুহীন, ব্যক্তিগত কারণে শিরোনামহীন ব্যান্ড থেকে সরে যাচ্ছি। বিষয়টি নিয়ে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে, ফোনে পাওয়া যায়নি তাকে। শিরোনামহীনের এক সদস্য বলেন তিনি নিজেই ফেইসবুকে পোস্টটি দিয়েছেন। কিছুদিন আগে দলের সব সদস্যদের নিয়ে মিটিংয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বেশ কিছুদিন আগে তুহীন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আপাতত সুস্থ হয়ে বাসায় ফিরলেও ডাক্তাররা তাকে মঞ্চে পারফর্ম না করার পরামর্শ দিয়েছেন। শারীরিক ঝুঁকি এড়াতেই তার এ সিদ্ধান্ত।