স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর প্রয়াত নাজমুস সালেহীন লিটনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে। সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মুজিবুল হক মালিক মজু। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। বক্তব্য রাখেন শহিদুল ইসলাম রতন, অ্যাড. শামিম রেজা ডালিম, রেজাউল করিম মুকুট, এসকে সাদী, অ্যাড. ময়নুল হোসেন, অ্যাড. এখলাছ উদ্দিন কাজল, রবিউল ইসলাম লিটন, আশরাফ বিশ্বাস মিল্টু, ইমরুল হাসান জোয়ার্দ্দার মুকুল, আরিফুজ্জামান পিণ্টু, তৌফিকুজ্জামান তৌফিক, মামুন রেজা সবুজ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক এমএ তালহা, যুগ্মআহ্বায়ক মঞ্জুরুল জাহিদ, শাহাদৎ হোসেন মাস্টার, প্রভাষক আতিয়ার রহমান, আব্দুস সাত্তার, শাহ নেওয়াজ কালু, আইনাল হোসেন, রুবেল হোসেন, আহসান হাবিব মুক্তি, বকুল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, নাজমুস সালেহীন লিটন ছিলেন দলের নিবেদিত প্রাণ। তাই এ অভাব কখনও পূরণ হওয়ার নয়। এজন্য চুয়াডাঙ্গা জেলা বিএনপি গভীর শোক ও শোকবহ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাও. জসিম উদ্দিন।