দামুড়হুদার ভগিরথপুর লুৎফর হক মুন্সি ফুটবলে কালিয়াবকরী জয়ী

নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদার ভগিরথপুর লুৎফর হক মুন্সি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় হাঁপানিয়া একাদশকে হারিয়ে কালিয়াবকরী স্পোটিং ক্লাব ৩ গোলে জয়লাভ করে। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে নতিপোতা মাধ্যামিক বিদ্যালয়মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। এলাকার কয়েক হাজার ফুটবল প্রিয় দর্শকরা খেলাটি উপভোগ করে। রেফারির দায়িত্বে ছিলেন শিক্ষক হাফিজুর রহমান, জাহিদুল ইসলাম ও এনামুল হক।

Leave a comment