দামুড়হুদার চন্ডিপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার চন্ডিপুরে জোরপূর্বক আতিয়ার গং ও তার ছেলেদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সকাল ১১টার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চ-িপুর কবরস্থান পাড়ায়।
জানা গেছে, চন্ডিপুর গ্রামের নুর মহাম্মদের ছেলে জাহিদুল সম্প্রতি একটি নতুন বাড়ি নির্মাণ করেন। পার্শ্ববর্তী জমির মালিক আতিয়ার তার জমিতে যাওয়া-আসার রাস্তা বন্ধ হয়ে যায় বলে অভিযোগ তুলে জোরপূর্বক জাহিদুলের বাড়ির সীমানা পাঁচিল ভেঙে দিয়েছে। জমির মালিক জাহিদুল বলেন, আমিন এনে এই জমি ৭ বার মাপা হয়। আমি তিন ফুট জমি ছেড়ে দিয়ে সীমানা পাঁচিল দেয়া সত্বেও আতিয়ার ও তার ভাই এবং ছেলেরা জোরপূর্বক পাঁচিল ভেঙে দেয়। জমির মালিক জাহিদুল বাঁধা দিতে গেলে বিভিন্ন হুমকিধামকি দেয়। এ নিয়ে তাদের মধ্যে গতকাল বাগবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে আতিয়ার গং তার সাঙ্গ-পাঙ্গ নিয়ে জাহিদুলকে তাড়া করে। প্রাণের ভয়ে জাহিদুল ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

Leave a comment