জীবননগরে ৯ অক্টোবর শুরু হচ্ছে দুই দিনব্যাপী করদাতাদের আয়কর রিটার্ন দাখিল কার্যক্রম

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগরে জনগণের দোরগড়ায় করসেবা পৌঁছে দিতে আগামী ৯ অক্টোবর থেকে দুইদিনব্যাপী রিটার্ন রিসিভিং সেন্টার (আরআরসি) কার্যক্রম চালু করা হচ্ছে। এই সেন্টারে ২০১৭-২০১৮ কর বছরের আয়কর রিটার্ন দাখিলসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে। স্থানীয় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। জনকল্যাণে রাজস্ব, উন্নয়নের অক্সিজেন রাজস্ব এই শ্লোগানে করবছরের কার্যক্রম শুরু হবে। খুলনা বিভাগীয় কর কমিশনার ইকবাল হোসেন জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন কর্মসূচি পরিচালনার পাশাপাশি কর অঞ্চলের বিশাল করদাতাদের আয়কর রিটার্ন দাখিল সহজ করার জন্য গুরুত্বপূর্ণ গ্রোথ সেন্টারে রিটার্ন রিসিভিং সেন্টার পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছেন। করদাতাদের সুবিধাগুলোর মধ্যে রয়েছে, ই-টিআইএন রেজিস্ট্রেশন/রি- রেজিস্টেশন, আয়কর রিটার্ন দাখিল, আয়কর রিটার্ন পূরণে সহযোগিতা, আয়কর রিটার্নের প্রাপ্তি স্বীকার পত্র প্রদান এবং নতুন করদাতাগণকে আয়কর সনদপত্র প্রদান করা হবে। চুয়াডাঙ্গার উপকর কমিশনার সার্কেল-৯ এর সহকারী কমিশনার শামসুজ্জামান জানান, জীবননগরে রিটার্ন রিসিভিং সেন্টারে আগামী ৯ ও ১০ অক্টোবর করসেবা গ্রহণের জন্য করদাতাগণকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

Leave a comment