চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন করলেন সিভিল সার্জন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা রিপ্রেজেনটেটিভ অ্যসোসিয়েশন ফারিয়ার উদ্যোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন করলেন সিভিল সার্জন ডা. দিলীপ কুমার রায়। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে আমের চারা লাগিয়ে এ কর্মসূচির শুভ সূচনা করা হয়। ফারিয়ার পক্ষ থেকে ১৫০টি আমের চারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সিভিল সার্জন ডা. দিলীপ কুমার রায় বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বেশি বেশি গাছ লাগাতে হবে। গাছ একটি পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে। আমরা নিঃশ্বাসের সাথে যে কার্বনডাই অক্সাইড বের করি গাছ তা খাদ্য হিসেবে গ্রহণ করে। আর গাছ আমাদের জীবন বাচানোর জন্য অক্সিজেন দেয়। এজন্য আমাদের সার্থেই গাছ লাগানো অতি জরুরি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির, ওষুধ প্রতিনিধি ম্যানেজার ফোরামের সভাপতি আমিনুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক সফিকুর রহমান, ফারিয়ার সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হাফিজ উদ্দীন হাবলু এবং বিভিন্ন কোম্পানির ম্যানেজার ও প্রতিনিধিসহ আরও অনেকে।

Leave a comment