স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার ৩ ওয়ার্ডের মুক্তিপাড়ায় ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতাধীন সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের অর্থায়নে শহীদ আলাউল হক খোকন সড়ক থেকে মোতাহারা মহিলা হোস্টেল পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এ সময় উপস্থিত ছিলেন ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর শাহীনা আক্তর রুবি, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, উপসহকারী প্রকৌশলী আল-আমিন কবির, প্রকল্পের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার সাধন চন্দ্র ধর, উপ-সহকারী প্রকৌশলী, আব্দুল কাদের, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি শরিফুজ্জামান দুদু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্মসাধারণ সম্পাদক জাকির হোসেন জ্যাকি, ছাত্রলীগ নঈম পারভেজ সজল প্রমুখ।
এ এলাকায় বর্ষা মরসুমে জলাবদ্ধতা সৃষ্টিসহ জনসাধারণের চলাচলের বিঘœ সৃষ্টি হতো। পৌর মেয়র নিজ উদ্যোগে প্রকল্পের সহযোগিতায় আরসিসি ড্রেন নির্মাণ করার জন্য এলাকাবাসী পৌর মেয়রকে ধন্যবাদ দেন। উদ্বোধন শেষে মেয়র প্রকল্পের সাফল্য কামনা করে দোয়া করা হয়। মেয়র বলেন, জনগণের সহযোগিতা অব্যাহত থাকলে চুয়াডাঙ্গা পৌরসভাকে আধুনিক মডেল পৌরসভাতে রুপান্তরিত করবো ইনশাল্লাহ।