কোটচাঁদপুর প্রতিনিধি: ঐতিয্যবাহী কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন মঙ্গলবার সম্পন্ন হয়েছে। অভিভাবক সদস্য পদে নির্বাচন উপলক্ষে স্কুল প্রাঙ্গণে ছিলো উৎসবমুখর পরিবেশ। ৪ জন পুরুষ অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৩ প্রার্থী। আর একটি মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুজন। নির্বাচনে ৪১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাহিদ হোসেন। ৩৮৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন রুস্তম কবির। ৩৩০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আব্দুল আলিম। ২২৯ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন মমিনুল ইসলাম। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তনুজা আক্তার। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়া।