ইবির ভর্তি পরীক্ষা ২৫ নভেম্বর

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের  স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৫ নভেম্বর শুরু হবে। শেষ হবে ২৯ নভেম্বর। এবারই প্রথমবারের মতো প্রতিটি প্রশ্ন ভুলের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। গতকাল বুধবার বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় ফরমের মূল্য বৃদ্ধিসহ ভর্তি পরীক্ষা সংক্রান্ত নীতিনির্ধারণীমূলক বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপউপাচার্য ও কমিটির সদস্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ ও কমিটির সদস্য অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সদস্য সচিব এসএম আব্দুল লতিফসহ বিভিন্ন অনুষদের ডীন ও বিভাগীয় সভাপতিবৃন্দ। সভায় চলতি বছর থেকে ফরমের মূল্য ৪৫০ থেকে ৫০ টাকা বৃদ্ধি করে ৫শ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ভর্তি ফরমের মূল্য ডাচ বাংলার মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে।
এ বছর পাঁচটি অনুষদের অধীন ৩৩ বিভাগকে ৮ ইউনিটে ভাগ করে ২২৩৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সদ্য চালু হওয়া ৮ বিভাগ অন্তর্ভুক্ত হয়েছে যথাক্রমে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সি ইউনিটে ডেভলপমেন্ট স্টাডিস এবং সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগ। বিজ্ঞান অনুষদের অধীনস্থ ডি ইউনিটে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ই ইউনিটে ফার্মেসি ও ইনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগ, আইন ও শরীয়াহ অনুষদভূক্ত এইচ ইউনিটে ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট এবং আল-ফিকহ্ বিভাগ, ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত জি ইউনিটে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।
বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বলেন, ‘কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় এ সকল সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (িি.িরঁ.ধপ.নফ) পাওয়া যাবে।’

Leave a comment