আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার ভোগাইল বগাদীতে হামিদ মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট স্থগিত করেছে আয়োজক কমিটি। গতকাল বুধবারের খেলায় একটি ফাউল ধরে বাঁশি বাজিয়ে হলুদকার্ড দেখিয়ে এক খেলোয়াড়কে সতর্ক করায় রেফারির ওপর কিছু দর্শকের অসৌজন্যমূলক আচরণের প্রেক্ষিতে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় খেলাটি সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে।
আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবলমাঠে গতকাল বুধবার বিকেল ৪টায় টুর্মামেন্টের খেলা শুরু হয়। ভাংবাড়িয়া একাদশের মুখোমুখি হয় আড়পাড়া একাদশ। খেলার প্রথমার্ধ শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলেও দ্বিতীয়ার্ধে ১০ মিনেটের মাথায় ভাংবাড়িয়া একাদশের এক খেলোয়াড়ের ফাউল ধরে রেফারি বাঁশি দেন। রেফারি সজল আহম্মদ বাঁশি বাজিয়ে খেলোয়াড়কে হলুদকার্ড দেখিয়ে সতর্কও করেন। খেলার মাঠের বেশিরভাগ দর্শক রেফারির সিদ্ধান্তকে সঠিক বলে মেনে নিলেও কিছু দর্শক উত্তেজিত হয়ে মাঠের মধ্যে প্রবেশ করে বিশৃঙ্খলার সৃষ্টি করে। কিছু খেলোয়াড়ও অসৌজন্যমূলক আচরণ করতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে আয়োজন কমিটি খেলাটি সাময়িক স্থগিত ঘোষণা করে পরবর্তীতে খেলার সময়সূচি জানানো হবে বলে জানিয়ে দেয়।
মাঠে বেশ কিছু দর্শক বলেছেন, ভাংবাড়িয়া একাদশের খেলোয়াড়ের ফাউল ধরা নিয়ে এর আগেও অসৌজন্যমূলক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পাঁচমকলাপুর একাদশের সাথে খেলার সময়ও ভাংবাড়িয়া একাদশের এক খেলোয়াড় ফাউল ধরে লালকার্ড দেয়াতে রেফারির হাত থেকে লালকার্ড কেড়ে নেয়া হয়। গতকাল বুধবারের খেলায় রেফারি বদল করা স্বত্বেও ভাংবাড়িয়া একাদশের অসৌজন্যমূলক আচরণ দেখতে হলো।