আটক মাইক্রোবাসচালক মাসুম খান ৩ দিনের রিমান্ডে

ফলোআপ: জীবননগরে মোটরসাইকেল চালকের কাছ থেকে ২ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগরে মোটরাসাইকেল চালককে মাইক্রোবাসে তুলে ২ লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় আটক মাইক্রোবাস চালক মাসুম খানকে (২৮) আদালতে সোপর্দ করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। এ সময় পুলিশ তথ্য উন্মোচনে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মাসুম খান ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার রায়পাসা গ্রামের সোবহান খানের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে জীবননগর উপজেলা দেহাটি গ্রামের সুলতান আহমেদের ছেলে জামাইল হোসেন তরুণ (৩২) ইসলামী ব্যাংক জীবননগর শাখা থেকে ২ লাখ টাকা তুলে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি হাফেজিয়া মাদরাসার সম্মুখে পৌঁছুলে একটি হাইএস মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ- ১৯-১২৬১) এসে তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় মাইক্রোবাস থেকে অজ্ঞাত একজন নেমে এসে তার মাথায় হেলমেট নেই কেনো জিজ্ঞাসা করে। এরপর তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে চুয়াডাঙ্গার শহরের দিকে দ্রুত গতিতে চলে আসে। ঘটনাস্থলে পড়ে থাকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি। পরে অপহরণকারী চক্রের সদস্যরা তার কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে রাস্তায় ছেড়ে দেয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক ইব্র্রাহিম জানান, ঘটনার বিষয়টি জানতে পেরে ভিমরুল্লা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল টহলে ছিলো। এ সময় দুপুরে দামুড়হুদা এলাকা থেকে দ্রুতগতির একটি মাইক্রোবাস আসতে দেখে সন্দেহ হয়। পরে মাইক্রোবাস ও এর চালক মাসুমকে আটক করে পুলিশ সুপারের কার্যালয়ে নেয়া হয়। ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা সম্ভব না হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম অপহরণ করে টাকা ছিনিয়ে নেয়ার বিষয়টি স্বীকার করেছে। গতকাল দুপুরে তাকে জীবননগর আমলী আদালতে সোপর্দ করা হয়। এদের একটি বড় চক্র রয়েছে। তাই তথ্য উন্মোচনে বিজ্ঞ আদালতের কাছে মাসুমের ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। বিজ্ঞ আদালতের বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে জীবননগর হাফেজিয়া মাদরাসার সম্মুখে তরুণের মোটরসাইকেলের গতিরোধ করে একটি মাইক্রোবাস। এ সময় তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে ছিনিয়ে নেয়া হয় তার কাছে থাকা দু লাখ টাকা। পরে তাকে রাস্তার মাঝে নামিয়ে দিয়ে পালিয়ে যায় চক্রটি। ঘটনার দিন জীবননগর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণ।

Leave a comment