সেবার মান বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে

দামুড়হুদায় ভূমি অফিসে মালামাল বিতরণকালে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ভূমি সংস্কার বোর্ডের ২০১৬-১৭ অর্থ বছরের প্রাপ্ত বরাদ্দ থেকে উপজেলার সব ইউনিয়ন ভূমি অফিসে আলমারি, লোহার র‌্যাক, কম্পিউটার টেবিলসহ অফিসিয়াল বিভিন্ন মালামাল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে ওই সকল মালামাল বিতরণ করেন। তিনি উপজেলার সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে সেবার মান বৃদ্ধিকল্পে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার পাশাপাশি প্রাপ্ত মালামালের প্রতি যতœবান হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে বর্তমান সরকারের যে অঙ্গীকার তা বাস্তাবয়ন করতে আপনাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। এর ফলে একদিকে যেমন ভূমি উন্নয়নকর আদায় সহজ হবে অন্যদিকে সরকারি কোষাগারে জমা পড়বে মোটা অঙ্কের রাজস্ব। তাতে এগিয়ে যাবে দেশ। মানোন্নয়ন হবে দেশের মানুষের। এ সময় উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, সার্ভেয়ার গোলাম মোস্তফা, প্রধান সহকারী জহির উদ্দীন মোহাম্মদ বাবুর, নাজির হারুন অর রশিদ, জারিকারক আব্দুল মান্নানসহ উপজেলা সব ইউনিয়ন ভূমি কর্মকর্তাবৃন্দ।