চুয়াডাঙ্গা ছয়ঘরিয়া কচুখালী খালের ব্রিজ নির্মাণের ঢালাই কাজে অনিয়মের অভিযোগ : গ্রামবাসীর বাধায় বন্ধ হলো ঢালাই কাজ

পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গা ছয়ঘরিয়া গ্রামের কচুখালী খালের ব্রিজ নির্মাণের ঢালাই কাজের অনিয়মের অভিযোগ উঠেছে। চুয়াডাঙ্গা জেলা সদরে শঙ্করচন্দ্র ইউনিয়নে ছয়ঘরিয়া কচুখালী খালের ব্রিজ নির্মাণের ঠিকাদার হিসেবে কাজ পায় মেসার্স লাকি ট্রেড ইন্টারন্যাশনাল যশোর। গতকাল মঙ্গলবার ব্রিজটির ঢালাই কাজের সময় অনিয়ম করায় গ্রামের লোকজন ঢালাই কাজ বাঁধা দিয়ে বন্ধ করে দেয়। এ বিষয়ে ৩ নং সংরক্ষিত মহিলা মেম্বার আলোমতি বেগম বলেন, ব্রিজটি নির্মাণ করার শুরুতেই বিভিন্ন অভিযোগ তুলে ধরেছে গ্রামবাসী। ব্রিজটি হচ্ছেতো হোক সমস্যা কোথায়। তবে ঢালাই কাজে অনিয়মের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে ছয়ঘরিয়া গ্রামের ইলিয়াছ হোসেন বলেন, আমরা সিডিউল মোতাবেক কাজ চাই কিন্তু ঠিকাদার সিডিউলের কাগজ আমরা দেখতে চাইলে ঠিকাদার চড়া হয়ে বলে সিডিউলের কাগজ দেখতে হলে ঝিনাইদহে চলেন। ইলিয়াছ হোসেন আরও বলেন, আমরা চাই সঠিকভাবে সিডিউল মোতাবেক কাজ করুক। তা না করে তারা সিমেন্ট কম দিয়ে বালু বেশি দিয়ে ঢালাই কাজ করছে। তাই আমরা কাজ বন্ধ করে রেখেছি। বিষয়টি উর্ধ্বতন কর্মকতারা খতিয়ে দেখে সঠিকভাবে কাজটি করবে বলে মনে করছে এলাকাবাসী।