কুষ্টিয়ায় ফার্মেসির দোকানে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার, মূল্য তালিকা না টানানো এবং মেয়াদোত্তীর্ণ কেমিকেল রাখার অপরাধে দায়ে দুই দোকানিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর। গতকাল মঙ্গলবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান বাজারের আলম ড্রাগ হাউজ নামের একটি ওষুধের দোকানে এই অভিযান চালায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর। এ সময় মেয়াদউত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ওই দোকানির কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে মিরপুরের চিথলিয়া গাজী মোড়ে মেসার্স রাফি ট্রেডার্স নামের এক কীটনাশকের দোকানে মূল্য তালিকা না টানানো এবং মেয়াদোত্তীর্ণ কেমিকেল রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। তিনি জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তাকে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ (৫১) ধারা মোতাবেক আলম ড্রাগ হাউজের মালিককে ২০ হাজার টাকা এবং মিরপুরের ধুবাইল বাজারের সামি এন্টারপ্রাইজ নামের এক কীটনাশকের দোকানে মূল্য তালিকা না টানানো এবং মেয়াদোত্তীর্ণ কেমিকেল রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।