মাথাভাঙ্গা মনিটর: বাহাতি স্পিনার রঙ্গনা হেরাথের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে আবুধাবি টেস্টে পাকিস্তানকে ২১ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লঙ্কানরা। সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য পাকিস্তানকে ১৩৬ রানের টার্গেট দিয়েছিলো শ্রীলঙ্কা। জবাবে হেরাথের ৬ উইকেট শিকারে ১১৪ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। প্রথম ইনিংসে ৪২২ রান করেছিলো পাকিস্তান। শ্রীলঙ্কা করেছিলো ৪১৯ রান।
ম্যাচের চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৬৯ রান করেছিলো শ্রীলঙ্কা। ফলে ৬ উইকেট হাতে নিয়ে ৬৬ রানে এগিয়ে ছিলো লংকানরা। পঞ্চম ও শেষ দিন ১৩৮ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ফলে পাকিস্তানকে ১৩৬ রানের টার্গেট দেয় লঙ্কানরা। এই ইনিংসে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন উইকেটরক্ষক নিরোশান ডিকবেলা। পাকিস্তানের লেগ-স্পিনার ইয়াসির শাহ ৫১ রানে ৫ উইকেট নেন। জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে হেরাথ ও দিলরুয়ান পেরেরার ঘুর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। শেষ পর্যন্ত ১১৪ রানেই গুটিয়ে যায় তারা। দলের পক্ষে হারিস সোহেল ৩৪, আসাদ শফিক ২০ ও অধিনায়ক সরফরাজ আহমেদ ১৯ রান করেন। হেরাথ ৪৩ রানে ৬ ও পেরেরা ৪৬ রানে ৩ উইকেট নেন।
ম্যাচের সেরা হয়েছেন শ্রীলঙ্কার হেরাথ। দুবাইয়ে আগামী ৬ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।