একমাসের ছুটিতে প্রধান বিচারপতি
স্টাফ রিপোর্টার: এক মাসের ছুটিতে গেলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সোমবার তিনি ছুটি সংক্রান্ত একটি চিঠি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি একজন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দেবেন। এ বিষয়ে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেন, অসুস্থতার কারণে প্রধান বিচারপতি ছুটিতে গেছেন। প্রধান বিচারপতি নিজের ছুটি নিজেই মঞ্জুর করেন। যেহেতু আমাদেরকে ছুটি বিষয়ে তিনি একটি ইনটিমিশন দিয়েছেন, সেহেতু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে। এখন সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি একজন অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ দেবেন। বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করেন এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ। বাতিলের ওই মূল রায়টি লেখেন প্রধান বিচারপতি। তিনি রায়ে বাংলাদেশের রাষ্ট্র ও সমাজ, রাজনীতি, নির্বাচন কমিশন ও সংসদ এবং সামরিক শাসন নিয়ে বিভিন্ন পর্যবেক্ষণ দেন।
মেডিকেল ভর্তি : পরীক্ষার হলে ঘড়িও নেয়া যাবে না
স্টাফ রিপোর্টার: আসন্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় মোবাইল, ক্যালকুলেটরসহ সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষার হলে ঢুকতে দেয়া হবে না। এমনকি হাতঘড়ি নিয়েও প্রবেশ করা যাবে না।
এছাড়া পরীক্ষা শুরুর ১০ মিনিট পর কেন্দ্রে প্রবেশ করা যাবে না বলে জানানো হয়েছে। এবার সারা দেশের মেডিকেল কলেজগুলোতে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তিতে পরীক্ষা নেয়া হবে ৬ অক্টোবর। আর ডেন্টাল কলেজগুলোর ভর্তি পরীক্ষা হবে ১০ নভেম্বর। ২০১৬ সালের পরিসংখ্যান অনুযায়ী, ২৯টি সরকারি মেডিকেল কলেজে আসনসংখ্যা ৩ হাজার ১৬২ জন। অন্যদিকে ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে আসন ৫ হাজার ৩২৫টি। সরকারি নয়টি ডেন্টাল কলেজে ৫৩২টি আসন রয়েছে। ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে আসন রয়েছে ১ হাজার। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা ঘটছে। বিশেষ করে ২০১৫ সালের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার পর এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
শাকিবকে রাজনীতিতে নামার আহ্বান সোবহানের
স্টাফ রিপোর্টার: ঢাকাই কিং খান শাকিব। মৃতপ্রায় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে একাই টেনে নিয়ে যাচ্ছেন তিনি। উপহার দিচ্ছেন ব্যবসাসফল ছবি। দুর্দিনেও চলচ্চিত্র প্রযোজকদের মুখে হাসি ফোটাচ্ছেন। এবার এই সফল নায়ককে রাজনীতিতে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। গতকাল সোমবার রাজধানীর ঢাকা ক্লাবে নবগঠিত ‘চলচ্চিত্র ফোরামের যাত্রা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন ইকবাল সোবহান চৌধুরী ও শাকিব খান। সেখানেই নিজের বক্তব্যে শাকিব খানকে এ আহ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। ইকবাল সোবহান চৌধুরী বলেন, শাকিব জনপ্রিয় নায়ক। বেশ ভালো বক্তব্য দিতে পারে। আগুন ঝরাতে পারে কথায়। সে রাজনীতিতে এলে ভালো করবে। তাকে রাজনীতিতে আসার আহ্বান জানাচ্ছি।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ মুকুট হারাচ্ছে জান্নাতুল নাঈম
স্টাফ রিপোর্টার: ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জান্নাতুল নাঈম এভ্রিলকে সরেই যেতে হচ্ছে। এভ্রিলের বিজয়ের পর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা সবখানে আলোচনায় আসে। বিজয়ী এভ্রিল বিচারকদের রায়ে নয় বরং আয়োজকদের পছন্দে নির্বাচিত হয়েছিলেন বলে সমালোচনার সূত্রপাত হয়। আর এই বিতর্ক নিয়ে আয়োজক, বিচারক, উপস্থাপিকার মধ্যেও মতপার্থক্যের তৈরি হয়েছে। পুরো বিষয়টি নিয়েই এক ধরনের সংশয় তৈরি হয় জনমনে। এদিকে গতকাল সোমবার থেকেই দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে জান্নাতুল নাঈম এভ্রিলের বিয়ের খবর প্রকাশিত হয়। এই খবরের পর প্রতিযোগিতা নিয়ে আরও বেশি প্রশ্ন ওঠে। তাই পুরো বিষয়টি নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান করতে চাচ্ছে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ। অন্তর শোবিজের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ‘মঙ্গলবার সন্ধ্যায় অন্তর শোবিজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্রেস কনফারেন্সের মাধ্যমে নতুন বিজয়ীর নাম ঘোষণা করবেন বলে জানা গেছে।’