স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরে সিভিল সার্জনের নিকট স্মারকলিপি দিয়েছে মানবতা ফাউন্ডেশন। গতকাল সোমবার সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে স্মারকলিপি পেশ করা হয়।
মানবতা ফাউন্ডেশন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, দালালের দৌরাত্ম, সরকারি হাসপাতালে রোগীদের প্রাইভেট ক্লিনিকে নিতে টানাটানি, জীবন রক্ষাকারী ওষুধের অপ্রতুলতা, ওষুধের অভাবে রোগীর মৃত্যু, বিশেষ করে সর্পদংশনের প্রতিষেধক এন্টিস্নেক ভেনম না থাকায় গত ২ মাসে কয়েকজনের মৃত্যুর সংবাদ স্থানীয় পত্রিকায় বহু লেখালেখি হয়। শেষ পর্যন্ত অনিয়ম রোধে ও সামাজিক সচেতনতায় এগিয়ে এসছে মানবতা ফাউন্ডেশন। গতকাল সোমবার সকাল ১০টায় মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকারের নেতৃত্বে শতাধিক মানবাধিকারকর্মী সিভিল সার্জন কার্যালয়ের সম্মুখে প্রতীকি অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচিতে অংশ নেয় সংস্থার প্রধান সমন্বয়কারী মনিরা আফরোজ, সমন্বয়কারী অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার, তথ্য কর্মকর্তা অ্যাড. নওশের আলী, মোটিভেশন কর্মকর্তা জাকিয়া সুলতানা ঝুমুর, অপারেশন অফিসার অ্যাড. জিল্লুর রহমান, মানবাধিকার কর্মী বাপ্পী, তারেক, মিনা, শিমা, রকি, সবুজ, ইয়াকুব, উপজেলা লোকমোর্চার সভাপতি শহীদুল হক বিশ্বাস প্রমুখ। পরে মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল সিভিল সার্জন বরাবর ১০ দফা দাবি সমন্বিত স্মারকলিপি পেশ করেন। দাবির মধ্যে উল্লেখযোগ্য সাপেকাটা রোগীর প্রতিষেধক এন্টিস্নেক ভেনমের নিশ্চয়তা, অফিস সময়ে চিকিৎসকের প্রাইভেট প্র্যাকটিস না করা, দালালের দৌরাত্ম রোধ, রোগী ছাড়া অন্যকাজে অ্যাম্বুলেন্স ব্যবহার না করা, দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণসহ ১০ দফাদাবিতে স্মারকলিপি পেশ করা হয়। সিভিল সার্জন আগামী ৩ দিনের মধ্যে দাবিসমূহ সুরাহা করবেন মর্মে আশ্বাস্থ করেন।