চুয়াডাঙ্গায় ঊনিশের উচ্ছাসে প্রিয় চ্যানেল আইয়ের জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল আই ১৯ বছরে পা রাখলো। এ উপলক্ষে চুয়াডাঙ্গায় ঊনিশের উচ্ছাসে প্রিয় চ্যানেল আইয়ের জন্মদিন পালিত হয়েছে। রোববার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব থেকে র‌্যালি বের করা হয়। একই স্থানে উৎসব মুখর পরিবেশে জন্মদিনের কেক কাটা হয়। পরে আলোচনাসভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা প্রতিনিধি রাজীব হাসান কচি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আজাদ মালিতা, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি মাহতাব উদ্দিন, সিনিয়র সাংবাদিক তছিরুল আলম মালিক ডিউক, নাজমূল হক স্বপন, রুহুল আমিন রতন। শুভেচ্ছা বক্তব্য দেন এনটিভি জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রথম আলো জেলা প্রতিনিধি শাহ আলম সনি।

Leave a comment