জীবননগর বৈদ্যনাথপুরে পাখিভ্যানকে দ্রুতগতির ট্রাক্টরের ধাক্কা
জীবননগর ব্যুরো: অসুস্থ দাদা ইদ্রিস ম-লকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে লাশ হলো মাদরাসাছাত্রী শুকতারা (১৪)। ইটভাটার ইটবোঝাই বেপরোয়া গতির ট্রাক্টর কেড়ে নিলো তার প্রাণ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জীবননগর-কালীগঞ্জ সড়কের বৈদ্যনাথপুরে এ দুর্ঘটনা ঘটে। শুকতারা এ সময় পাখি ভ্যানযোগে জীবননগরে আসছিলো। সে আমডাঙ্গাপাড়ার নজরুল ইসলাম নজুর মেয়ে। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ নারী-পুরুষ প্রতিবাদে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, জীবননগর উপজেলার বাঁকা ব্রিক্স ফিল্ডের একটি ইটভাটা হতে ইট বোঝাই করে বেপরোয়া গতির ট্রাক্টরটি হাসাদহ অভিমূখে যাচ্ছিলো। বৈদ্যনাথপুরে পৌঁছুলে ট্রাক্টরটি অপরদিক থেকে আসা একটি যাত্রীবাহি পাখিভ্যানকে ধাক্কা দেয়। ট্রাক্টরের ধাক্কায় ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়ে হাসাদহ আমডাঙ্গাপাড়ার নজরুল ইসলাম নজুর মেয়ে শুকতারা। এ সময় ট্রাক্টরটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শুকতারা নিহত হয়। সে হাসাদাহ মডেল ফাজিল মাদরাসার ৮ম শ্রেণির ছাত্রী ছিলো। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী ট্রাক্টরটি আটক করে রাস্তা অবরোধ করে। সড়কের উভয় পাশে যাত্রীবাহি বাসসহ যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। যানবাহন চলাচল স্বভাবিক হয়। নিহত শুকতারা নজুর একমাত্র মেয়ে। নজুর একটি পুত্র সন্তান রয়েছে। জীবননগর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।