আমঝুপি প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মেহেরপুরে ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়া সাংবাদিকদের সাথে কমিউনিটি এডুকেশন ওয়াচগ্রুপের কার্যক্রম ও অর্জন নিয়ে মতবিনিময়সভা গতকাল শনিবার সকাল ১০টার দিকে মউকের নিজেস্ব হলরুমে আমঝুপিতে অনুষ্ঠিত হয়। গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় মানবউন্নয়ন কেন্দ্র মউক ও কমিউনিটি এডুকেশন ওয়াচগ্রুপ এ মতবিনিময়সভার আয়োজন করে। কমিউনিটি এডুৃকেশন ওয়াচগ্রুপের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কলামিস্ট রফিক-উলআলম। তিনি বক্তৃতায় বলেন, মেহেরপুর জেলা শিক্ষাক্ষেত্রে অনেক পিছিয়ে ছিলো বর্তমানে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করায় অনেক এগিয়ে গেছে বিশেষ করে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের বড় ভূমিকা পালন করেছেন। তিনি ওয়াচ গ্রুপের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আশপাশের ইউনিয়নগুলোতে ওয়াচগ্রুপ গঠনের পরামর্শ দেন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক ছড়াস¤্রাট আহাদ আলী মোল্লা। তিনি তার বক্তৃতায় বলেন, ওয়াচগ্রুপের কার্যক্রমের ফলে এই ৪ ইউনিয়নে যেভাবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হয়েছে এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, কমিউনিটিকে সচেতনতা বাড়াতে ওয়াচগ্রুপ বড় ভূমিকা পালন করেছে ফলে বিদ্যালয়গুলোতে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি হয়েছে। তিনি মেহেরপুর জেলার পাশাপাশি চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার শিক্ষায় পিছিয়ে পড়া ইউনিয়নে ওয়াচগ্রুপ গঠনের আহ্বান জানান। ওয়াচগ্রুপের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন- মানবউন্নয়ন কেন্দ্র মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। সভায় আমঝুপি, আমদহ, মোনাখালী ও দারিয়াপুর ইউনিয়নের ওয়াচগ্রুপের কার্যক্রম, অর্জনসমূহ ও ওয়াচগ্রুপের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন প্রত্যাশা প্রকল্পের প্রোগ্রাম অফিসার সাদ আহাম্মদ। সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন- চ্যানেলআই প্রতিনিধি গোলাম মোস্তফা, সময়টিভির আক্তার হোসেন, বাংলাভিশনের আবু লায়েছ লাবলু, দৈনিক ভোরের ডাকের মহাসিন আলী, দৈনিক মাটির ডাকের ব্যুরো প্রধান মো. মহাসিন। সভায় মেহেরপুর জেলার আমঝুপি, আমদহ, মোনাখালী ও দারিয়াপুর ইউনিয়নে প্রত্যাশা প্রকল্পের মাধ্যেমে বাস্তবায়িত প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, ঝরেপড়ারোধ, শতভাগ ভর্তি নিশ্চিত, মানসম্মত শিক্ষা এবং বিদ্যালয়গুলোতে বিভিন্ন বৈষম্য দূরীকরণ এসএমসি, পিটিএ, স্লিপ ও সামাজিকমূল্যায়ন কমিটিগুলো সক্রিয় রাখতে ওয়াচগ্রুপের বিভিন্ন কার্যক্রম ও অর্জনসমূহ এ সভায় আলোচনা করা হয়। মতবিনিময়সভায় মেহেরপুর জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া প্রতিনিধিসহ আমঝুপি, দারিয়াপুর, মোনাখালী ও আমদহ ইউনিয়নের কমিউনিটি এডুকেশন ওয়াচগ্রুপের সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাদ আহাম্মদ ও নাসিরা আক্তার।