মহেশপুরে মাদকব্যবসায়ী আরিফুল নারী নির্যাতন মামলায় আটক

মহেশপুর প্রতিনিধি: বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের কুখ্যাত মাদকব্যবসায়ী আরিফুল নারী নির্যাতন মামলায় মহেশপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। থানা সূত্রে প্রকাশ, উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে আরিফুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদকব্যবসায়ী করে আসছে। সে এলাকায় একটি সিন্ডিকেট তৈরি করে বিভিন্ন ধরনের অপকর্ম করছে। তার ভয়ে এলাকায় কেউ কিছু বলতে সাহস পায় না। স্কুল, কলেজগামী মেয়েদের ইভটিজিংসহ যৌন হয়রানি করে। সম্প্রতি বাঁশবাড়িয়া মাথাভাঙ্গাপাড়ার রাজু ইসলামের স্ত্রীকে জোরপূর্বক শ্লীলতাহানি ঘটায়। এ বিষয়ে ওই ভিকটিম মহেশপুর থানায় একটি অভিযোগ দিলে মহেশপুর থানা পুলিশ বাঁশবাড়িয়া গ্রামের এক আস্তানা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মহেশপুর থানায় একটি নারী নির্যাতন মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, ওই আরিফুলের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একজন নারী অভিযোগ করায় তাকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিমের পরিবারসূত্রে জানা গেছে, সন্ত্রাসী আরিফুল গত ২-৩ বছর ধরে ওই মহিলাকে নানা ধরনের কু-প্রস্তাব দেয়। বাড়িতে আরিফুলসহ তার সহযোগীরা নানা ধরনের হুমকি দেয়। তার প্রস্তাবে রাজি না হলে তার ৫ বছরের শিশুকন্যাকে কিডনাপ করে গুম করে দেবে এবং তাকে অ্যাসিড মেরে ঝলসে দেয়ার হুমকি দিয়ে আসছে। স্থানীয় মানবাধিকার সংস্থা আরডিসি ভিকটিমের পাশে থেকে আইনগত সহায়তা প্রদান করছে। এলাকাবাসী ওই আরিফুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।