স্টাফ রিপোর্টার: ধানের চারা কিনলো, বপণ করে ধান হলো। ধান ঘরেও তুললো। চারা কেনার টাকা পরিশোধ না হওয়ায় দু ভাইয়ের মারামারিতে ইটের আঘাতে ছোট ভাই বেল্টু (৩০) রক্তাক্ত আহত হয়েছে। আহত বেল্টু চুয়াডাঙ্গা দামুড়হুদার ফকিরপাড়ার ফকির মহাম্মদের ছোট ছেলে। আহত বেল্টু বলেন, সাড়ে ৩ মাস আগে তার বড় ভাই নান্টুর কাছে বাকিতে ধানের চারা বিক্রি করি। গতকাল শনিবার নান্টু তার বাড়ির উঠোনে ধান ঝাড়ছিলো। তার কাছে পাওনা টাকা চাইতে গেলে সে আমার সাথে রাগারাগি করে। শুরু হয় দু ভাইয়ের বাগবিতণ্ডা। একপর্যায়ে বড় ভাই নান্টু ইট দিয়ে তার মাথায় আঘাত করে। রক্তাক্ত আহত অবস্থায় বেল্টু মারিতে লুটিয়ে পড়েন। পরিবারের অন্যান্য সদস্যরা রক্তাক্ত আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।