স্টাফ রিপোর্টার: বালাজি সিড কোম্পানির রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গার হাতিকাটায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজাউল হক পাহাড়। প্রধান অতিথি ছিলেন বালাজি সিড কোম্পানির আমদানিকারক বিশ্বাস অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী বিদু বিশ্বাস মালিক। উপস্থিত ছিলেন বালাজি সিড কোম্পানির চুয়াডাঙ্গার একমাত্র পরিবেশক একরামুল হক পর্বত, রাহিনুর ইসলাম হিমালয়, সাবেক ইউপি চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আতিকুল ইসলাম মন্টু।