চুয়াডাঙ্গায় জানাতুল মওলা কবরস্থান মসজিদের ইমামের ঘরের তালা ভেঙে টাকা চুরি

স্টাফ রিপোর্টার: সকাল সাড়ে ৬টা, গুড়িগুড়ি বৃষ্টি। মোবাইলের রিংটোন বেজে উঠলো, নম্বরটা পরিচিতো। রিসিভ করতেই অপরপ্রান্ত থেকে সালাম দিয়ে বললো, হুজুর আপনার শোয়ার ঘরের ও টেবিলের ড্রয়ারের তালা ভাঙা। কাথাগুলো বলেছিলেন চুয়াডাঙ্গা জান্নাতুল মওলা কবরস্থান জামে মসজিদের ইমাম মাওলানা হারুন অর রশীদের সহকারী খাদেম নৈশপ্রহরী ইনামুল হক। ইমাম মাওলানা হারুন অর রশীদ অভিযোগ করে বলেন, একটি বিশেষ কাজের জন্য গত বৃহস্পতিবার ব্যাংক থেকে ১৭ হাজার টাকা উঠিয়ে মসজিদের তার শয়নকক্ষের ড্রয়ারে রাখা ছিলো। পরদিন শুক্রবার বৃষ্টির কারণে ফজরের জামাতে মসজিদে যাওয়া হয়নি। সকাল সাড়ে ৬টার দিকে নৈশপ্রহরী ইনামুলের কাছে ঘটনা শুনে ছুটে যায় মসজিদে। ড্রয়ারে রাখা টাকা না পেয়ে হতাশ হই। মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জানাই। পরে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ করি। জনমনে প্রশ্ন জাগে, মসজিদের ভেতরে নৈশপ্রহরী ঘুমিয়ে, মূল গেটের তালা লাগানো অথচ ভেতরের দরজা ও ড্রয়ারের তালা ভেঙে টাকা চুরির ঘটনা আসলেই রহস্যজনক। এলাকাবাসী মনে করছে, বিষয়টি সঠিকভাবে তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a comment