স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের মদিনা ক্লিনিকে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন রোগী বকুলের ক্ষতস্থান থেকে রক্ত বের হচ্ছে। পেটের ভেতর করছে ভীষণ যন্ত্রণা। যন্ত্রণায় কাতর বকুলকে অবশেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বকুল (২৬) চুয়াডাঙ্গা জীবননগর আন্দুলবাড়িয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর পশ্চিমপাড়ার আজগর আলীর ছেলে। বকুলের স্ত্রী নাজমা খাতুন অভিযোগ করে বলেন, গত ২৩ সেপ্টেম্বর শনিবার অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের জন্য বকুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডের মদিনা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে ডা. ওয়ালিউর রহমান নয়ন তাকে অপারেশন করেন। ২৫ সেপ্টেম্বর বকুলকে ছাড়পত্র দিলে চুয়াডাঙ্গায় তাদের এক আত্মীয়ের বাড়িতে রাখা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় মদিনা ক্লিনিকে বকুলের সেলাই কাটা হয়। বাড়ি নেয়ার পর শুরু হয় ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ ও পেটে যন্ত্রণা। বকুলকে পুণরায় মদিনা ক্লিনিকে নেয়া হলে ডা. ওয়ালিউর রহমান নয়ন তাকে সদর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। রাতেই বকুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় ছটফট করছেন। বকুলের শয্যাপাশে তার স্ত্রী নাজমা কান্নাজরিত কন্ঠে বলেন, আমরা গরিব বলে আমাদের চিকিৎসা ঠিকমতো হয় না। ওরাতো অপারেশনের পর ওদের টাকাটা ঠিকমতো বুঝে নিলো। কিন্তু আমাদের সঠিক চিকিৎসা দিলো না কেনো। এ ব্যাপারে জানতে চাইলে ডা. ওয়ালিউর রহমান নয়ন এ প্রতিবেদককে বলেন, রোগীর গ্যাসের সমস্যার কারণে পেটে ব্যাথা হচ্ছে। চিকিৎসা নিলে ভালো হয়ে যাবে।
চুয়াডাঙ্গার মদিনা ক্লিনিকে অপারেশন : রোগীর পেটে যন্ত্রণা
