মোবাইল চুরির অভিযোগে জাফরপুরের সবুজ ও গাড়াবাড়িয়ার রনি আটক

স্টাফ রিপোর্টার: মোবাইলফোন চুরির সময় হাতেনাতে ধরা পড়েছে চুয়াডাঙ্গা জাফরপুর গ্রামের সবুজ। তার স্বীকারোক্তিতে আটক করা হয়েছে পার্শ্ববর্তী গাড়াবাড়িয়ার রনিকে। সবুজ গতকাল দুপুরে জাফরপুরস্থ বিজিবি সদর দফতরে ঢুকে মোবাইল চুরি করতে যায়। এ সময় বিজিবি সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। পরে তাদের দুজনকে সদর থানায় সোপর্দ করা হয়।

জানা গেছে, জাফরপুর বিজিবি সদর দফতর থেকে প্রায়ই মোবাইলফোন চুরির ঘটনা ঘটে। বিশেষ করে শুক্রবার জুম্মার নামাজের সময় বিজিবি সদস্যদের মোবাইল চুরির ঘটনা ঘটে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের সময় কয়েকজন বিজিবি সদস্যরা  একজনকে আটক করেন। এ সময় ৬ বিজিবির ক্যাম্পের গ্যারেজে ঢুকে মোবাইলফোন চুরি করতে যায় জাফরপুরের জেহের খলিফার ছেলে সবুজ। তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার স্বীকারোক্তিতে গাড়াবাড়িয়ার ইউনুস আলীর ছেলে রনিকে আটক করা হয়। সবুজ জানায়, মোবাইলফোন চুরি করে সে এতোদিন এই রনির দোকানে বিক্রি করতো। স্থানীয়রা আরও অভিযোগ করেছেন, রনি প্রায়ই চোরাই মোবাইল কেনা-বেচা করে। জাফরপুর মোড়ে শাকিল ডিজিটাল স্টুডিও নামের একটি দোকানও আছে রনির। পরে সবুজ ও রনিকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়।