মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক পাচারকারী আটক

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার ঝাঝা গ্রাম থেকে ছয় বোতল ফেনসিডিলসহ ইদ্রিস আলী (৫০) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার দুপুরে দিকে বিজিবি ঝাঝা বিওপি সদস্যরা এ অভিযান চালায়। আটক ইদ্রিস আলী ঝাঝা গ্রামের মৃত উজির আলীর ছেলে। ৬ বিজিবি পরিচালক রাশিদুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তবর্তী গ্রাম ঝাঝা থেকে ফেনসিডিল নিয়ে মেহেরপুর শহরের দিকে যাচ্ছিলো ইদ্রিস আলী ও তার সঙ্গীয় আলমগীর হোসেন। ঝাঝা বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে ঝাঝা গ্রামের প্রধান সড়কে তাদের গতিরোধ করে। এ সময় ইদ্রিস আলীকে ছয় বোতল ফেনসিডিলসহ আটক করে বিজিবি। তবে পালিয়ে যায় আলমগীর হোসেন। মেহেরপুর সদর থানায় ইদ্রিস আলী ও আলমগীরের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বিজিবি। ওই মামলার আসামি হিসেবে ইদ্রিস আলীকে আদালতে সোপর্দ করা হবে বলে সদর থানা সূত্রে জানা গেছে। উদ্ধার হওয়া ছয় বোতল ফেনসিডিলের আনুমানিক মূল্য ২ হাজার ৪শ টাকা বলে জানায় বিজিবি।