৭ দফা দাবিতে মেহেরপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

মেহেরপুর অফিস: শিক্ষক-শিক্ষিকাদের ৭ম, ৮ম ও ৯ম গ্রেডে বকেয়া সিলেকশন প্রদান, সহকারী প্রধান শিক্ষক-শিক্ষিকা ও সহকারী জেলা শিক্ষা অফিসার পদের প্রায় ৫২০ শুন্যপদে পদোন্নতি ব্যবস্থা করা, প্রথম শ্রেণির গেজেটেড পদমর্যাদায় পদোন্নতির প্রয়োজনীয় ব্যবস্থাসহ ৭ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। গতকাল বুধবার দুুপুরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খাইরুল হাসানের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটি জেলা শাখার সভাপতি কাজী মোহাম্মদ আনিছুজ্জামান, সাধারণ সম্পাদক এএসএম সাইফুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।

মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সচেতনতা বৃদ্ধিতে আলোচনাসভা
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রচারের মাধ্যমে জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) খাইরুল হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম। মূল বক্তব্য পাঠ করেন ভোক্তা অধিকার সংরক্ষণ পষিদের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন ক্যাবের সভাপতি রফিক-উল আলম, প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এমএ বাশার, জেলা ফাটিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান হাফি, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ, ড্রাগিস্ট অ্যান্ড ক্যামিস্ট অ্যাসোসিয়শেনের সাধারণ সম্পাদক আব্দুল লতিব, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী প্রমুখ।