সিরিজ নিশ্চিত করতে চায় ইংল্যান্ড : ওয়েস্ট ইন্ডিজ লক্ষ্য টিকে থাকা

মাথাভাঙ্গা মনিটর: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তিন ওয়ানডে শেষে ২-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ইংল্যান্ড। তাই আজ চতুর্থ ওয়ানডে জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় ইংলিশরা। সিরিজে টিকে থাকতে চতুর্থ ম্যাচে জয়ই প্রধান লক্ষ্য ক্যারিবীয়দের। ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি। জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে ম্যানচেস্টারে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছিলো ইংল্যান্ড। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে ১শ’ রানে অপরাজিত থেকে ৬৭ বল আগেই ইংলিশদের জয় এনে দেন বেয়ারস্টো।

এরপর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তবে ব্রিস্টলে তৃতীয় ওয়ানডে ম্যাচে মঈন আলীর বিধ্বংসী ব্যাটিং-এ সিরিজে দ্বিতীয় জয় তুলে নেয় ইংল্যান্ড। মঈনের ৫৭ বলে ১০২ রানের সুবাদে ১২৪ রানের ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। ফলে সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।

এজন্য চতুর্থ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চান ইংল্যান্ডের অধিনায়ক ইয়োইন মরগান। তিনি বলেন, ‘সিরিজে আমরা ভালো অবস্থায় রয়েছি। এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করার সুযোগ পেয়েছি আমরা। এই সুযোগ কাজে লাগাতে চাই এবং সিরিজ জিততে চাই।’ সিরিজে টিকে থাকতে হলে চতুর্থ ম্যাচে জয় ছাড়া গতি নেই ওয়েস্ট ইন্ডিজের। জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না ক্যারিবীয় দলপতি জেসন হোল্ডার। তিনি বলেন, ‘দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জয় ছাড়া গতি নেই। তাই এ ম্যাচে সেরা ক্রিকেট খেলে সিরিজে নিজেদের অস্থিত্ব টিকিয়ে রাখতে চাই।’

ইংল্যান্ড দল: ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জেক বল, জশ বাটলার, টম কুরান, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস।

ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), জেসন মোহাম্মদ, সুনীল আমব্রিস, দেবেন্দ্র বিশু, মিগুইল কামিন্স, ক্রিস গেইল, কাইল হোপ, সাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, অ্যাসলে নার্স, রোভম্যান পাওয়েল, মারলন স্যামুয়েলস ও জেরম টেইলর ও কেসরিক উইলিয়ামস।