রোনাল্ডোর জোড়া গোলে ইদুনা-পার্কে প্রথম জয়

মাথাভাঙ্গা মনিটর: লা লিগার গোল খরা চ্যাম্পিয়নস লিগে কাটিয়ে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। করলেন জোড়া গোল। তার উদযাপনে সঙ্গী হয়েছেন গ্যারেথ বেলও। গত মঙ্গলবার রাতে সিগন্যাল-ইদুনা-পার্কে ‘এইচ’ গ্রুপের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। সেই সঙ্গে সিগন্যাল ইদুনায় বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্রথম জয়ের অপেক্ষা ফুরল রিয়ালের। ডর্টমুন্ড বরাবরই রিয়ালের কঠিন প্রতিপক্ষ। এর আগে ছয়বার এ মাঠে খেলে কোনো ম্যাচেই জয় পায়নি রিয়াল। ম্যাচের ১৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রিয়াল। ডান দিক থেকে কারভাহালের ক্রসে চমৎকার এক ভলিতে দলকে এগিয়ে দেন ওয়েলসের ফরোয়ার্ড বেল। দ্বিতীয়ার্ধে নিজের নৈপুণ্য দেখান সিআর সেভেন। ৪৯তম মিনিটে বেলের বাড়িয়ে দেয়া বলে ডর্টমুন্ডের রাইটব্যাক জেরেমি তোলহান আর গোলকিপার রোমান বুরকিকে হারিয়ে বাঁ পায়ের দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করেন রোনাল্ডো। এরপর ৫৪তম মিনিটে কাস্ত্রোর ক্রস জালে জড়িয়ে পিয়েরে-এমেরিক গত চ্যাম্পিয়নস লিগে সান্তিয়াগো বার্নাব্যুর সেই ছবিটা ফিরিয়ে আনার স্বপ্ন দেখাচ্ছিলেন স্বাগতিক দর্শকদের। কিন্তু তাদের সব স্বপ্ন তছনছ হয়ে যায় ম্যাচের ৭৯তম মিনিটে। লুকা মডরিচের বাড়িয়ে দেয়া বল ডান পায়ের জোরালো  শটে ডর্টমুন্ডের জালে জড়িয়ে ব্যবধান ৩-১ করেই রোনাল্ডোর সেই চিরচেনা উদযাপন! ‘এইচ’ গ্রুপের অন্য ম্যাচে হ্যারি কেইনের হ্যাটট্রিকে সাইপ্রাসের দল আপোয়েল নিকোশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম হটস্পার। টানা দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে লিভারপুল। ‘ই’ গ্রুপে রাশিয়ার স্পার্তাক মস্কোর মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। প্রথম ম্যাচে ঘরের মাঠে সেভিয়ার সঙ্গে ২-২ ড্র করেছিল ইয়ুর্গেন ক্লপের দল। গ্রুপের অন্য ম্যাচে নিজেদের মাঠে মারিবোরকে ৩-০ গোলে হারিয়েছে স্পেনের সেভিয়া। ‘এফ’ গ্রুপে টানা দ্বিতীয় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ইউক্রেনের শাখতার দোনেৎস্কেকে ২-০ গোলে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার দল। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের ক্লাব ফেইনুর্ডকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল প্রিমিয়ার লিগের ক্লাবটি। অন্য ম্যাচে ফেইনুর্ডকে ৩-১ গোলে হারিয়েছে সেরি আর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নাপোলি। ‘জি’ গ্রুপে জয়ের ধারায় আছে বেসিকতাস। জার্মানির লাইপজিগকে ২-০ গোলে হারিয়েছে তুরস্কের ক্লাবটি। প্রথম ম্যাচে তারা ৩-১ গোলে পোর্তোকে হারিয়েছিলো। এই গ্রুপের অন্য ম্যাচে ফ্রান্সের মোনাকোকে ৩-০ ব্যবধানে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়ন পর্তুগালের দল পোর্তো।