দামুড়হুদা উপজেলা হিন্দু সম্প্রদায় শারদীয় শুভেচ্ছা জানালো এমপি টগরকে

দর্শনা অফিস: শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। গতকাল মঙ্গলবার ছিলো এ উৎসবের শুরু। শুরুর দিনে দামুড়হুদা উপজেলা পূজা উৎযাপন পরিষদের পক্ষ থেকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরকে কৃতজ্ঞতা প্রকাশ করে শারদীয় ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। দুপুরে এমপি টগরের দর্শনা পুরাতন বাজারস্থ বাসভবনে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানায়। এ সময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, দামুড়হুদা উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি জগবন্ধু ধর, সহসভাপতি সমির সরকার, সাধারণ সম্পাদক উত্তম কুমার দেবনাথ, সাংগঠনিক সম্পাদক অনন্ত শান্তারা মঙ্গল, পলাশ দাস, বিষ্ণু হালদার, কার্তিক দাস, নির্মল বিশ্বাস, ঝড়– হালদার, গৌরী হালদার, রতন বাশফোর, সুকুমার হালদার, জাদব বিশ্বাস, সুভাশ দাস, অসিম ঘোষ প্রমুখ। উল্লেখ্য গত শনিবার সকালে দর্শনা অডিটেরিয়াম সেন্টারে চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা, মতবিনিময়, আর্থিক সহায়তা ও শাড়ি বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এমপি আলী আজগার টগর। ফলে এবারের শারদীয় উৎসবের আনন্দ আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছেন এমপি টগর। তার এ মহতী উদ্যেগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে হিন্দু সম্প্রদায়।