মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ অর্থ বছরের ওয়াস (স্বাস্থ্য) ও সেনিটেশন খাতে বরাদ্দকৃত অর্থ যথাযথ ব্যবহার নিশ্চিত করা লক্ষ্যে বাজেট অ্যাডভোকেসিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে পিরোজপুর (বারাদি) ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত বাজেট অ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। বাজেট অ্যাডভোকেসি সভায় বরাদ্দকৃত ১২ লাখ টাকা স্বাস্থ্য, সেনিটেশন ও আর্সেনিকমুক্ত পানি সরবরাহ খাতে ব্যয় হবে। এ বিষয় নিয়ে আলোকপাত করেন ইউপি সচিব এরশাদ আলী। স্বাস্থ্য, সেনিটেশন ও আর্সেনিক নিয়ন্ত্রণ বিষয়ক বক্তব্য রাখেন ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক মাহাবুবুর রহমান। ইম্প্যাক্ট ফাউন্ডেশনের ইউনিয়ন কো-অডিনেটর প্রকাশ কুমার বিশ্বাসের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আমিনুল ইসলাম, পরিবার পরিকল্পনার পরিদর্শক সরোয়ার হোসেন পলাশ, পিআরডিপির কর্মকর্তা শাহ নেওয়াজ, প্যানেল চেয়ারম্যান ওহিদুর রহমান ডাবলু, ইউপি সদস্য স্বপন মিয়া, ম্যাগা, আনোয়ারুল ইসলাম, ইমাদুল ইসলাম প্রমুখ।