আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সর্প দংশনে মৃত সাবিনা খাতুনের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক পৌর মেয়র এম সবেদ আলী। প্রধান বক্তা ছিলেন গোবিন্দপুর জামে সমজিদের ইমাম আলহাজ মওলানা জাকারিয়া হাবিব। বিশেষ অতিথি ছিলেন নিহত সাবিনার পিতা ছানোয়ার হোসেন, মাতা সোনাভানু, শিক্ষক সাবলুর রহমান, আব্দুস সালাম, রকিবুল আনোয়ার, আকরাম আলী, আক্তারুজ্জামান ঠা-ু, শিরিনা আক্তার, রহিশা খাতুন, কাকলী রানী সরকার প্রমুখ। উল্লেখ্য: ফরিদপুর গ্রামের ছানোয়ার হোসেনের মেয়ে সাবিনাকে গত কয়েকদিন আগে রাতে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপে দংশন করলে তার মৃত্যু হয়।