বার্সার জয়ের আগে জ্বলে উঠলেন রিয়ালের সোবাইসা

মাথাভাঙ্গা মনিটর: আত্মঘাতী গোলের বরাতে লা লিগায় বার্সেলোনার জয়রথ অব্যাহত রয়েছে। গত শনিবার রাতে জিরোনার মাঠে বার্সেলোনার ৩-০ গোলের জয়ে দুটি গোলই ছিল আত্মঘাতী। অন্য গোলটি করেন লুইস সুয়ারেজ। কাতালান ডার্বি’তে জয়ের মধ্যদিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান ধরে রাখল এরনেস্তো ভালভেরদের দল। ম্যাচের ১৭তম মিনিটে মেসির ফ্রি-কিক বাঁয়ে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক গোরকা ইরাইসস। তবে সেই কর্নার থেকেই জর্দি আলবার ভলি আদায় বেনিতেসের পায়ে লেগে দিক পাল্টে জালে ঢুকে যায়। বিরতির পর ব্যবধান বাড়ে জিরোনার গোলকিপার ইরাইসসের আত্মঘাতী গোলে। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে আলেইশ ভিদালের ব্যাকহিলে সুয়ারেজও ব্যাকহিল করতে চেয়েছিলেন। তবে বলে সংযোগ ঘটাতে পারেননি। বল ইরাইসসের গায়ে লেগে জালে ঢুকে যায়। ৬৯তম মিনিটে সুয়ারেজের গোলে জয় নিশ্চিত হয় বার্সেলোনার। লম্বা বল ধরে গোলরক্ষককে ফাঁকি দেন উরুগুয়ের এ স্ট্রাইকার। এই জয়ে লা লিগায় প্রথম ছয় ম্যাচ জেতা বার্সেলোনার পয়েন্ট ১৮।অন্যদিকে রিয়ালে নতুন আসা দানি সেবাইয়োসের জোড়া গোলে দেপোর্দিভো আলাভেসকে হারায় রিয়াল মাদ্রিদ। এই জয়ে ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী দলটি। লিগের শুরুর দিকেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পিছিয়ে পড়া রিয়াল দশম মিনিটে এগিয়ে যায়। বাঁ থেকে মার্কো আসেনসিওর কাটব্যাকে বল ধরনে সেবাইয়োস। এক ডিফেন্ডার মুখোমুখি ধাক্কা খেলেও বল বিপদমুক্ত করতে পারেননি। বল নিজের নিয়ন্ত্রণে রেখে ডান পায়ের নিচু শটে জালে পাঠান এ মরসুমেই রিয়ালে আসা স্প্যানিশ এই মিডফিল্ডার। ৪০তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে সমতায় ফেরে স্বাগতিকরা। ডান দিক থেকে মুনির এল হাদ্দাদির ক্রসে ছুটে এসে জোরালো হেডে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ মিডফিল্ডার মানু গার্সিয়া। এবারের আসরে এটিই আলাভেসের প্রথম গোল। তিন মিনিট পর ফের এগিয়ে যায় রিয়াল। ডানদিক থেকে আসা ক্রস গোলরক্ষক ফের্নান্দো পাসেকো ঠিকমতো বিপদমুক্ত করতে পারেননি, ফিরতি বল জোরালো নিচু শটে জালে জড়ান ২১ বছর বয়সী সেবাইয়োস। এই ম্যাচেও গোলের দেখা পাননি সিআর সেভেন খ্যাত ক্রিস্টিয়ানো  রোনাল্ডো। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে গোল করার মতো পজিশনে বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন তিনি। ৬৩তম মিনিটে তার আরেকটি শট লাগে পোস্টে। দিনের প্রথম ম্যাচে সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে আছে সেভিয়া।