বাংলাাদেশের ওয়ার্কার্স পার্টি চুয়াডাঙ্গা জেলা কমিটির বৈঠক

স্টাফ রিপোর্টার: রোহিঙ্গা প্রশ্নে সরকারের আন্তর্জাতিক উদ্যোগ প্রশংসনীয় বলে মন্তব্য করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড আনিসুর রহমান মল্লিক দ্রুত চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নেয়ার দাবি জানয়েছেন। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা ওয়ার্কার্স পার্টির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্যসহ দাবি-দাওয়া তুলে ধরেন।
এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের ওয়ার্কার্সপার্টির জেলা সভাপতি কমরেড সিরাজুল ইসলাম শেখ সভাপতিত্ব করেন। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি আসনেই বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী থাকবেন। সভায় বক্তব্য দিতে গিয়ে আরো বলেন, সরকারি মূল্যে পাট সরাসরি কৃষকদের নিকট থেকে কিনতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকারের দায়িত্বশীলদের আরও আন্তরিক হতে হবে। সম্পাদকম-লীর পক্ষে কমরেড মামুন অর রশিদ স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য দেয়া হয়েছে।

Leave a comment