দামুড়হুদায় জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেসব্রিফিং অনুষ্ঠিত

দামুড়হুদা প্রতিনিধি: বর্তমান সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচারের আওতায় দামুড়হুদায় প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে ওই প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম জানান, আজ সোমবার বেলা ১১টায় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে বর্তমান সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। সভাপতিত্ব করবেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। এছাড়াও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। তিনি সকলকে ওই মতবিনিময়সভায় উপস্থিত থাকার ানুরোধ জানান। প্রেস ব্রিফিংকালে দামুড়হুদা উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা তথ্য অফিসের অফিস সহকারী ফারুক হোসেন ও জাহাঙ্গীর হোসেন।

Leave a comment