ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুলে হস্তান্তর
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রাম থেকে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। গতকাল রোববার সকাল ৭টার দিকে ওই গ্রামের সাধনের ছেলে আশাদুলের বাড়ির পেছনের একটি গর্তের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার এসআই মেজবা লাশ উদ্ধার করে থানায় নেন।
প্রত্যক্ষদর্শী আশাদুলের স্ত্রী গৃহবধূ রিনা খাতুন জানান, প্রতিদিনের ন্যায় সকালে ওই গর্তে ময়লা ফেলতে গিয়েছিলাম। ওই সময় গর্তের পানিতে পুতুলের মতো কিছু একটা ভাসছে দেখি। আমি ওটাকে কাঠি দিয়ে উল্টানোর পর চোখে পড়ে শিশুর লাশ। ওই সময় লাশের দেহ থেকে প্রচ- গন্ধ বের হচ্ছিলো। মনে হয় ২-৩ দিন আগেই অবৈধ গর্ভ ধারণের ফসল কেউ ওই গর্তে গোপনে ফেলে গেছে। আমি চিৎকার দিয়ে উঠলে প্রতিবেশী আইনুদ্দিনের ছেলে মন্টু মৃত শিশুকে গর্ত থেকে উঠিয়ে রাস্তার পাশে রেখে দেয়। বয়স অনুমান ৭-৮ মাস হতে পারে। তার শারীরিক গঠন স¤পন্ন হয়ে গেছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দামুড়হুদা মডেল থানার এসআই মেজবা লাশ উদ্ধার করে থানায় নেন। দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জিএম এমদাদুল হক জানান, অজ্ঞাত শিশুটির ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল দেয়া হয়েছে।