ঝিনাইদহে পল্লী বিদ্যুত সমিতির সিনিয়র ইলেকট্রিশিয়ান সড়ক দুর্ঘটনায় নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ষোল মাইল নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় শাহরিয়ার রহমান শেখ (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঝিনাইদহ পল্লী বিদ্যুত সমিতির সিনিয়র ইলেকট্রিশিয়ান শাহরিয়ার শেখ সদর উপজেলার সোনারদাইড় গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া জানান, গত শুক্রবার বিকেলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহরিয়ার আহত হন। তাকে প্রথমে ঝিনাইদহ ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ে শনিবার দুপুরে মৃত্যুবরণ করেন। ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারি পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই আসাদুজ্জামান সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি সত্য নিশ্চিত করেন।

Leave a comment