ঝিনাইদহে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা ॥ দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ এবার প্রায় ৪শ ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সনাতন হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধমীয় উৎসব দুর্গাপূজা। প্রতিমা তৈরিতে তাই দিন-রাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা (ভাস্কর)। প্রতিমা কারিগর প্রত্যুষ কুমার জানান, আর এক সপ্তাহ পর তাদের সবচেয়ে বড় উৎসব। ইতোমধ্যে অধিকাংশ মন্দিরগুলোতে চলছে প্রতিমার দো-মাটির কাজ। দিন-রাত তারা পরিশ্রম করছেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই মন্দির কমিটির কাছে তাদের প্রতিমা বুঝিয়ে দিতে হবে। তিনি জানান, প্রকার ভেদে এক একটি পূজা ২০ থেকে ৮০ হাজার টাকা নিচ্ছেন প্রতিমা তৈরির কাজে। আরেক কারিগর (ভাস্কর্য) পলাশ কুমার জানান, প্রতিমার দোমাটির কাজ শেষ হয়ে গেলে শুরু হবে রঙ তুলির কাজ।
তিনি জানান, জেলায় প্রায় ১শ কারিগর (ভাস্কর) আছে যারা প্রতিমা তৈরির কাজ করছে। ঝিনাইদহ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস জানান, জেলার ৬টি উপজেলায় ছোট-বড় প্রায় ৪শ ম-পে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ২৬ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্যদিয়ে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। তিনি বলেন, ইতোমধ্যে প্রতিমা তৈরির ৭০-৭৫ ভাগ কাজ শেষ হয়েছে। ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান জানান, এবার হিন্দুদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। পূজার নিরাপত্তায় এবার প্রায় পুলিশ ও আনসারের ৩ হাজার সদস্য নিয়োজিত থাকেব।