চুয়াডাঙ্গা বিএনপির নতুন মুখ ড. আব্দুস সবুর

স্টাফ রিপোর্টার: সুশাসন নিশ্চিত করার প্রত্যয় নিয়ে পথে নেমেছেন অবসারপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ড. মো. আব্দুস সবুর। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়ার রাজনীতি ও জীবনাদর্শ অনুসারণ করেই সুশাসন করতে চান মর্মে প্রচারপ্রত্র বিতরণ করছেন। আদর্শ ও উদ্দেশ্য জানাতে তিনি আগামী ২৬ সেপ্টেম্বর সাংবাদিকদের মুখোমুখি হবেন।
চুয়াডাঙ্গা বিএনপির রাজনীতিতে ঘুরে ফিরেই ওঠে আসে নতুন মুখ। সম্প্রতি আলমডাঙ্গা হাড়োকান্দির ছেলে চুয়াডাঙ্গা জেলা শহরের বর্তমানের বাসিন্দিা ড. আব্দুস সবুর শহীদ জিয়ার ছবিসহ প্রচারপত্র বিতরণ তথা গণসংযোগ শুরু করলে রাজনৈতিক পর্যবেক্ষকমহল মন্তব্য করতে গিয়ে বলেন, ড. আব্দুস সবুরও চুয়াডাঙ্গা বিএনপির নতুন মুখ। তিনিও চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির তথা ধানের শীষ প্রতীক প্রত্যাশীদের একজন হিসেবে ইতোমধ্যেই সাংবাদিকদের তালিকাভুক্ত হয়েছেন। শেষ পর্যন্ত দম নিয়ে প্রশ্ন তো রয়েছেই।

Leave a comment